পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গওহর রশিদ গত বুধবার মক্কার পবিত্র কাবা শরিফে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তারা এক যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তাদের বিয়ের খবর জানান এবং বর্তমানে ওমরাহ পালন করছেন বলেও উল্লেখ করেন।
ইনস্টাগ্রামে তারা লেখেন, "আল্লাহর কুরসির নিচে... ৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে... কবুল।" পোস্টে শেয়ার করা দুটি ছবির মধ্যে একটি ছিল কাবায় তাদের হাত রাখা, আরেকটি ছিল তারা একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন এবং পেছনে কাবাঘর।
তাদের বিয়ের খবর শোনার পর থেকেই গুঞ্জন ছিল যে তারা মক্কাতে বিয়ে করবেন। তাদের সম্পর্কের বিষয়টি ২০২৪ সালের শেষে নিশ্চিত হওয়ার পর, এই তারকা যুগল সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের মধ্যে পরিণত হয়েছেন।